অর্জুন-স্নেহা জুটির এক দশক

0 463

||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||

‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ বা প্রথম দর্শনে প্রেম—এমনটা বিশ্বাস করেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন।নিজের জীবনে যে ঘটেছে এমন ঘটনা। আল্লু অর্জুন গিয়েছিলেন বন্ধুর বিয়ে খেতে। সেখানে গিয়ে নিজের বিয়ের ব্যবস্থা করে ফিরেছেন।

স্নেহা রেড্ডিকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় আল্লু অর্জুনের। সেই ভালো লাগা থেকেই ভালোবাসা শুরু হয় তাদের মাঝে। সেই বন্ধুকে দিয়েই নাম্বার নিয়েছিলেন স্নেহার। তারপর শুরু হয় যথানিয়মে মেসেজ চালাচালি, ফোনে কথা বলা, প্রেম।পরিবার থেকে না মানা! আল্লু অর্জুন তখন সবে তারকা হতে শুরু করেছেন।

২০১১ সালের ৬ মার্চ ধুমধাম করে বিয়ে করেন এই জুটি। গতকাল ছিল এই জুটির দশম বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীকে কেন্দ্র করে তাদের একমাত্র ছেলে –মেয়েকে বাড়িতে রেখে দুজনে মিলে ঘুরছেন তাজমহলে। সঙ্গে আছে সেসব মুহূর্তের ছবি তোলার আর ভিডিও করার জন্য একটা দল। ইতিমধ্যে বেশ কয়েকটি ছবি চলে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এসএ//এমএইচ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More