অভিনেত্রী রাখির বিয়ে আগামীকাল

0 171

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী মাহবুবা ইসলাম রাখি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রেমিকের সাথেই বাগদান হয়েছে তার। শুক্রবার পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আংটির ছবি ফেইসবুকে অ্যাকাউন্টে প্রকাশ করে খবরটি দেন অস্ট্রেলিয়া প্রবাসী এ অভিনেত্রী। সিঙ্গাপুরে বেড়ে উঠা সাজ্জাদ হোসেন, পেশায় একজন ব্যবসায়ী।

দুবাই থেকে রাখি জানান, সাজ্জাদের সাথে প্রেমেরে সর্ম্পক তার ২ বছর থেকে। ২০ মে আংটি বদল হয় তাদের ২১মে পারিবারিক ভাবেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে যাচ্ছেন তারা।

২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর নির্মাতার তৌকীর আহমেদের ‘বিস্ময়’ নাটকের মধ্য দিয়ে ছোটপর্দায় অভিষেক ঘটে রাখির।

এরপর বেশ কয়েকটি নাটকের জন্য প্রশংসিত হয়েছেন তিনি। প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে রাখি ৮ বছর আগে অস্ট্রেলিয়ায় যান রাখি।

অস্ট্রেলিয়ায় চাকরির পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত আছেন রাখি।  বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন।  কয়েক মাস আগে দেশ থেকে ঘুরে গেছেন তিনি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More