|| সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন ||
জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গেছেন। রোববার বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান চিকিৎসাধীন এ অভিনেতা। এই তথ্য নিশ্চিত করেছেন মাহমুদ সাজ্জাদের ভাতিজি অভিনেত্রী তনিমা হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু করোনা-পরবর্তী জটিলতার কারণে ফের তাকে আইসিইউতে নেয়া হয়েছিলো। সেখানেই মৃত্যু হয় তার।
৭৩ বছর বয়সী মাহমুদ সাজ্জাদ বিশ্ববিদ্যালয় জীবন থেকেই বিভিন্ন নাট্যদলের সাথে জড়িত। তার অভিনীত আলোচিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘লেট দেয়ার বি লাইট’, ‘স্পার্টাকাস’ ও ‘জনক’ । টেলিভিশনে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল-সন্ধ্যা’। জহির রায়হান পরিচালিত ‘সংসার’ সিনেমায় প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। পরে তিনি খান আতাউর রহমান পরিচালিত ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’, আজিজ আজহারের ‘চোখের জলে’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে বেশ পরিচিতি পান।
ভাইয়ের বিদেহী আত্মার জন্য দেশবাসী এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশে টেলিভিশনের সাবেক মহাপরিচালক।
বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, অভিনয়ের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এসএ//এমএইচ