|| বিদ্যাপীঠ প্রতিবেদন ||
ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আক্তার বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। “শিক্ষার্থীদের শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।”
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে জড়িত দুই পক্ষের একটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও অপরটি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সমর্থক হিসেবে পরিচিত।
রাতের ঘটনার জের ধরে শনিবার সকাল ৯টার দিকে পূনরায় দুই পক্ষ সংঘর্ষে জড়ালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে ছাত্রলীগের কারো বক্তব্য জানা যায়নি।
এসএ//আরজে