|| উপজেলা প্রতিবেদক, শেরপুর, বগুড়া ||
বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির ঘটনায় নিজেই পদত্যাগ করেছেন। এ সংক্রান্ত একটি পত্র বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর কাছে পৌঁছে দেন তিনি।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের ডাকা জরুরি সভার আগেই এ ঘটনার দায় নিয়ে তিনি পদত্যাগ করেন।
সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়ার ১৫ মিনিটের ভিডিও-অডিও রেকর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতাদের সম্পর্কে কটূক্তিপূর্ণ মন্তব্য শোনা যায়। এরপরই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।
এদিকে আহসান হাবিব নিজেকে নির্দোষ দাবি করে বলেন, কম্পিউটারে আমার বক্তব্য এডিট করে বিকৃত করা হয়েছে। আমি যা বলেছি, তা সম্পূর্ণ উল্টোভাবে প্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক এবং নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজন তার বিরুদ্ধে এসব কর্মকাণ্ড করে চালাচ্ছেন। এ সকল ঘটনা প্রতিহত করতে না পেরে তিনি পদত্যাগ করেছেন।
জেটি//আরজে