||বাণিজ্য-অর্থনীতি প্রতিবেদক||
দেশের অটো রাইস মিল মালিকদের সংগঠন ‘বাংলাদেশ অটো রাইস ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হয়েছে। শনিবার দুপুরের শহরের হোটেল নাজ গার্ডেনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে একেএম খোরশেদ আলম খানকে সভাপতি এবং তৌফিকুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
সভায় বক্তব্য দেন নড়াইলের সোহেলী অটো রাইস মিলের এমডি খান মিরাজুল ইসলাম, বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ঝিনাইদহের ইফাদ অটো রাইস মিলের চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ, যশোরের শরিফুল ইসলাম ভুলু, পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদকআসলাম মল্লিক, চাঁপাইনবাবগঞ্জের নজরুল ইসলাম নজরুল, বগুড়ার নুরুল ইসলাম, নওগাঁর আব্দুল গাফফার, কুষ্টিয়ার এমএ খালেকসহ বিভিন্ন জেলা অটোরাইস মিল মালিকরা। সভা শেষে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এমএইচ//