।।জেলা প্রতিবেদক রাজশাহী।।
দুই মাস ধরে বন্ধ রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পিসিআর মেশিন। গত বছর করোনাকালে এই ল্যাবটিতে এক ব্যাচে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হতো। অথচ কর্তৃপক্ষের অনীহার কারণে দুই মাস ধরে অচল পড়ে আছে ল্যাবটি। এ মেশিন দুইবার চালালে একদিনেই পাওয়া যায় ১৮৮টি রিপোর্ট। তবে কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত লোকবলের অভাবে বন্ধ রয়েছে ল্যাব। রামেক সূত্রে জানা যায়, রাজশাহীতে গত বছর করোনার প্রকোপ বেড়ে গেলে ১৯ মে ল্যাবটি প্রথম চালু করা হয়। সর্বশেষ ৮ ফেব্রুয়ারি এ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। তারপর থেকে ল্যাবটি বন্ধ আছে।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবটিতে এখন চার শিফটে করোনা পরীক্ষা করা হচ্ছে। হাসপাতালের ল্যাবটি বন্ধ থাকায় কলেজ ল্যাবে নমুনা জট তৈরি হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। জানা গেছে, করোনার প্রকোপ কমে এলে গত ৯ ফেব্রুয়ারি থেকে ল্যাবটিতে নমুনা পরীক্ষা বন্ধ করা হয়। হাসপাতালের যেসব কর্মীদের এনে ল্যাবটি চালানো হচ্ছিল তাদের নিজ নিজ জায়গায় ফেরত পাঠানো হয়। তবে রাজশাহীতে এখন সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেলেও ল্যাবটি চালুর উদ্যোগ নেয়নি রামেক কর্তৃপক্ষ।
এসএফ