৬ ঘণ্টার টানা বৃষ্টিপাতে জলমগ্ন বগুড়া

0 925

বঙ্গকথন প্রতিবেদন

সকাল থেকে টানা বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়েছে বগুড়া শহরের বেশিরভাগ সড়ক ও অলিগলি। অনেক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে বৃষ্টির পানি। দিনভর বৃষ্টিতে নাকাল শহরের বাসিন্দারা।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, সকাল ৮টার পর থেকেই ভারি বৃষ্টিপাত শুরু হয় বগুড়ায়। দুপুর ২টা পর্যন্ত টানা প্রায় ৬ ঘণ্টা ধরে ভারি ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দুপুরের পর বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কমলেও গুড়ি গুড়ি বৃষ্টিপাত দেখা গেছে বিকেল পর্যন্ত। সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

কয়েক ঘণ্টার বৃষ্টিপাতে শহরের কাজী নজরুল ইসলাম সড়ক, চকযাদু রোড, সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকা এবং উপশহর বাজার এলাকাসহ বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। পানি নিস্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More