বঙ্গকথন প্রতিবেদন
পৃথক তিন অভিযানে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা ২৩০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করেছে। শনিবার রাতে এবং রোববার সকালে গোয়েন্দা পুলিশের দুটি দল শহরের চারমাথা, মাটিডালি বিমান মোড় এবং পিটিআই মোড় এলাকা থেকে এসব মাদকসহ ৫ কারবারিকে গ্রেফতার করে।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী বঙ্গকথনকে জানান, রোববার ভোর ৪টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী বিমান মোড় এলাকায় যাত্রী ছাউনির সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৪০ বোতল ফেন্সিডিলসহ জাকিরুল ইসলাম জনি নামে দিনাজপুরের এক মাদক কারবারিকে আটক করে। জব্দ করা প্রাইভেট কারে (ঢাকা মেট্টো-গ-২৩-০৬-০৯) চালকের আসনের পাশে বিশেষ কায়দায় রাখা ফেন্সিডিলগুলো জনি দিনাজপুর থেকে বগুড়িআ হয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলো।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পিটিআই মোড়ের ১নং গেটের সামনে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ রুবিনা বেগম নামে জয়পুরহাটের এক মাতক কারবারিকে আটক করেন গোয়েন্দা পুলিশ সদস্যরা। এর আগে শনিবার রাত ১১টার দিকে শহরের চারমাথা এলাকার সাজু হোটেলের সামনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ৬০ বোতল ফেন্সিডিলসহ দিনাজপুরের হাকিমপুর উপজেলার একরামুল, রেবেকা ও রিমাকে আটক করা হয়।
আছলাম হোসেন আরো জানান, ফেন্সিডিলসহ আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে বিকেলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।