বঙ্গকথন প্রতিবেদন
বগুড়ার শহরের জামিলনগর এলাকায় অভিযান চালিয়ে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দেয়া এক ভুয়া চিকিৎসকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজল রাজন এই অভিযান পরিচালনা করেন। তানভীর হাসান নামের ওই ভূয়া চিকিৎসক বছর দুয়েক ধরে জামিলনগর এলাকার তাহসিন ফার্মেসিতে রোগী দেখে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কাছে গোপন তথ্য আসে জামিলনগর এলাকায় একজন ভুয়া চিকিৎসক শিশু রোগ বিশেষজ্ঞ পরিচয়ে শিশুদের চিকিৎসা দিচ্ছেন বেশ কিছুদিন ধরে। কিছুদিন ধরে যাচাইয়ের পর এনএসআই নিশ্চিত হয়, তানভীর হাসানের আদতে কোনো চিকিৎসা সনদ নেই। পরে রোববার সন্ধায় সেখানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজল রাজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামিলনগরের ওই ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। তানভীর হাসান নামের ওই ব্যক্তি ভুয়া ডিগ্রি ও কাজগপত্র ব্যবহার করে চিকিৎসা দেওয়ার কথা আদালতের কাছে স্বীকার করার পর তাকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।