||জেলা প্রতিবেদক, নাটোর||
নাটোরের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি মাদকসহ তিন মাদক কারবারিকে আটক করেছেন র্যাব সদস্যরা। র্যাব-৫’র সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার তাদের আটক করে।

র্যাব-৫ জানায়, কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে পিকআপ গাড়িতে করে মাদকের একটি চালান রাজশাহী যাচ্ছে-এমন খবরে সোমবার সকালে নাটোর-রাজশাহী সড়কে নাটোর সদর উপজেলার সুলতানপুর এলাকায় একটি ইটভাটার সামনে চেকপোস্ট বসানো হয়। পরে সেখানে ২৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি রিয়াজুল ইসলাম সোহেল, মিরাজ মিয়া এবং সুমন সরদারকে আটক করেন র্যাব সদস্যরা। মামলা দায়েরের পর পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য আটক তিন জনকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচ//