||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
আরও এক মিটারের মতো উচ্চতা বেড়ে ৮৮৪৮.৮৬ মিটার হয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। আজ যৌথভাবে এ ঘোষণা দিলো নেপাল ও চীন।
প্রতিবেদনে বলা হয়, শূন্য দশমিক আট ছয় মিটার বৃদ্ধি পেয়েছে পর্বতটির শিখর। সুতরাং বর্তমানে এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮ দশমিক আট ছয় মিটার।
নেপালে ২০১৫ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর থেকেই এভারেস্টের উচ্চতা নিয়ে চলছে বিতর্ক। বলা হয়, ভূমিকম্পে পূর্বের গৌরব হারিয়েছে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। বিতর্ক মেটাতেই নতুনভাবে এভারেস্টের উচ্চতা পরিমাপের সিদ্ধান্ত নেয় নেপাল সরকার। এ লক্ষ্যে দু’বছর আগে শুরু হয় জরিপের কাজ।