বঙ্গকথন প্রতিবেদন
বগুড়ায় ১ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকের আটক করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের দুটি টিম রোববার বগুড়া শহর ও নন্দীগ্রাম উপজেলা থেকে এসব মাদক জব্দ করে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের নিশিন্দারা এলাকায় ফকির উদ্দিন স্কুল ও কলেজের প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে ১ হাজার ৭শ পিচ ইয়াবা জব্দ করে। আটক করা হয় রংপুরের কাউনিয়া উপজেলার বাসিন্দা মাহাবুব প্রামাণিক (৪৫) এবং শহরের বাদুরতলা তিব্বতের মোড় এলাকার বাসিন্দা সোহাগ (২৮) ও সোহান হোসেন তুহিনকে। এর আগে শনিবার রাতে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গ্রাম থেকে ১শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আইনুল হক (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করে গোয়েন্দা পুলিশের আরেকটি দল।
এই কর্মকর্তা জানান, আটক ৪ মাদক কারবারির বিরুদ্ধে নন্দীগ্রাম ও সদর থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।