বঙ্গকথন প্রতিবেদন
পরিমাপে কারচুপির অপরাধে শতাব্দী পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে দত্তবাড়ি এলাকায় অবস্থিত ওই পাম্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিফ আফজাল রাজন। এসময় জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন জানান, শতাব্দী পেট্রোল পাম্পে অক্টেনের ক্ষেত্রে ১০ লিটারে ২ লিটার এবং পেট্রোলের ক্ষেত্রে ১০ লিটারে ১ লিটার ওজন কম দিয়ে কারচুপি করে আসছিল। তাই ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা অনুযায়ী ওজনে কম দেয়ায় ওই পাম্পে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।