খেলার মাঠ প্রতিবেদন
আইপিএলের তেরোতম আসরের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ১৫৮ রানের দরকার পড়ে কিংস ইলেভেন পাঞ্জাবের । প্রথম ইনিংসে দিল্লী ক্যাপিটালস বিশ ওভার শেষে সংগ্রহ করে ১৫৭ রান।
শেষ দুই ওভারে পাঞ্জাবের ২৫ রানের দরকার ছিল এবং মায়াঙ্ক আগারওয়াল প্রায় শেষ করেই দিয়েছিল। স্টোইনিস শেষ বলে ক্রিস জর্ডানকে আউট করেন, শর্ট স্কোয়ার-লেগে ক্যাচ নেন রবদা। ম্যাচ গড়ায় সুপার ওভারে ।
সংক্ষিপ্ত স্কোর: দিল্লী ক্যাপিটালস ১৫৭/৮ (মার্কাস স্টোইনিস ৫৩, শ্রেয়াস আইয়ার ৩৯; মোহাম্মদ শামী ৩/১৫) কিংস ইলেভেন পাঞ্জাব ১৫৭/৮ (মায়াঙ্ক আগরওয়াল ৮৯, কেএল রাহুল ২১; ক্যাগিসো রাবাদা ২/২৮) সুপার ওভারে: কিংস ইলেভেন পাঞ্জাব ২/২ দিল্লি রাজধানী ৩/০।