।। বঙ্গকথন প্রতিবেদন, সুনামগঞ্জ ।।
গেলো মার্চে বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই ছিলো সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ইচ্চারচর গ্রামের জালাল-সামিরা দম্পতির মধ্যে । স্বজনদের অভিযোগ, বিয়ের মাস খানেক পর থেকেই নানান সময়ে যৌতুকের জন্য স্ত্র্রী সামিরাকে মারধর করতো জালাল উদ্দিন । এক মাস আগে নির্যাতনের স্বীকার হয়ে সামিরা তার বাবার বাড়ি একই উপজেলার ক্ষেতি মামুদপুর গ্রামে চলে যায় । শুক্রবার সন্ধ্যায় জালাল উদ্দিন স্ত্রীকে আনতে শশুর বাড়ি গেলে সামিরা যেতে রাজি না হওয়ায় সে রাতে সেখানেই অবস্থান করে জালাল । স্বজনদের দাবি মাঝরাতে ঘুমন্ত সামিরাকে গলা কেটে হত্যার এক পর্যায়ে সামিরার চিৎকারে তারা ছুটে এসে রক্তাক্ত ছুরি হাতে পালিয়ে যাবার সময় জালাল উদ্দিন কে আটক করে পুলিশে সপর্দ করে ।
গেলো মার্চে পারিবারিক সিদ্ধান্তে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ক্ষেতি মামুদপুর গ্রামের প্রবাসী গোলাম জিলানীর মেয়ে সামিরা বেগমের বিয়ে হয় একই উপজেলার ইচ্চারচর গ্রামের আব্দুস সোবানের ছেলে জালাল উদ্দিনের সাথে ।