উপজেলা প্রতিবেদক, সারিয়াকান্দি (বগুড়া)
বগুড়ার সারিয়াকান্দিতে রাজস্ব খাতের আওতায় ২০২০-২১ অর্থ বছরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, প্লাবন ভূমি, সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। রোববার হিন্দুকান্দি তিনকানিয়া পয়েন্টে বাঙালি নদীতে পোনা মাছ অবমুক্ত করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এসময় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, সমাজসেবা কর্মকর্তা নাঈম আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম দুখু উপস্থিত ছিলেন।