বঙ্গকথন প্রতিবেদন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার রাজাপুরে অসহায় ও কর্মহীনদের খাদ্য সহায়তা দিয়েছে সদর উপজেলা বিএনপি। সোমবার বিকেলে রাজাপুর ইউনিয়ন পরিষদে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এই সহায়তা তুলে দেন হতদরিদ্রদের মাঝে।
এসময় আয়োজিত অনুষ্ঠানে রাজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার, উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নুরু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা আল আমীন পেস্তা, আব্দুল হান্নান, বল্টু, শাহীন, বেলাল, শরিফ, আপেল, বুলবুল, সাত্তার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাফতুন আহমেদ খান রুবেল বলেন, আওয়ামী লীগ সরকার তারেক রহমানকে ভয় পায়, তাই তাকে দেশে আসতে দিচ্ছে না। তবে বাংলার মানুষের দোয়ায় অচিরেই তিনি বীরের বেশে দেশে ফিরবেন। ক্ষমতা হারানোর ভয়ে বর্তমান সরকার প্রশাসনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন রুবেল।