সলঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

0 439

||বঙ্গকথন প্রতিবেদন||

সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব-১২। রোববার স্থানীয় ঘুড়কা বেলতলা এলাকা থেকে ধনঞ্জয় কুমার হালদার নামের ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২’র গণমাধ্যম কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা গ্রামে অভিযান চালায়। এসময় সেখানে মাদক কারবারি ধনঞ্জয় কুমার হালদারকে ১৫০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইলফোন ও নগদ ২ হাজার টাকাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়েরের পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

এমএইচ//

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More