বঙ্গকথন প্রতিবেদন
মহামারি করোনাভাইরাসের কারণে অর্থনীতি থমকে যাওয়ায় সংবাদপত্র শিল্পকে রক্ষায় সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। নোয়াব সব পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট ও হকারদের এই দুঃসময়ে নিজ নিজ অবস্থান থেকে পাশে থাকতে এবং সরকারসহ সংশ্লিষ্ট সব মহলের প্রতি সংবাদপত্র শিল্পকে রক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।