উপজেলা প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া)
বগুড়ায় সংগঠনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা সোমবার এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, গত রোববার বগুড়া প্রেসক্লাবে আওয়ামী লীগের নাম ব্যবহার করে কয়েকজন নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাপ্রাপ্ত সাধারণ সম্পাদককে জড়িয়ে যে অভিযোগ উত্থাপন করেছেন তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
নেতৃবৃন্দ বলেন, ২০১৪ সালের ৯ নভেম্বর তৎকালীন জেলা সভাপতি মমতাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। পরবর্তীতে কমিটির সভাপতি জাহেদুর রহমানের মৃত্যুতে ১ নম্বর সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক ভারপ্রাপ্ত সভাপতি হন। গেলো মার্চে সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ বহিস্কৃত হবার পর ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। যা গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী নির্ধারিত ও জেলা আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ কর্তৃক স্বীকৃত। কিন্তু কিছু পদ লোভী ও বিতর্কিত ব্যক্তি সংগঠনের ভাবমুর্তি ক্ষুণ্ন করতেই সংবাদ সম্মেলন করেছে। সংগঠন বিরোধী এমন কর্মকাণ্ডের ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানানো হয় এই বিবৃতিতে।
প্রসঙ্গত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস ছামাদ রোববার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গঠনতন্ত্রবিরোধী পন্হায় উপজেলা আওয়ামী লীগের দায়িত্বে রয়েছেন।