||উপজেলা প্রতিবেদক, শেরপুর (বগুড়া)||
বগুড়ার শেরপুরে শুভলি বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল একাডেমিক ভবনের সিঁড়ি রাতের আঁধারে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার উপজলা শিক্ষা অফিসের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাখি আক্তার জানান, গত ১৪ নভেম্বর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয় ভবনের সিঁড়ি ভেঙে ফেলে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকবর হোসেন খোকা বলেন, শুভলি এলাকাসহ আশপাশের গ্রামের লোকজনের যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করার জন্য উদ্যোগ নেয়া হয় সম্প্রতি। এক্ষেত্রে বিদ্যালয়ে ওঠার সিঁড়ি খানিকটা প্রতিবন্ধকতার সৃষ্টি করায় এলাকার কোনো দুস্কৃতিকারী সিঁড়িটি ভেঙে ফেলেছে বলে তার ধারণা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনা পারভীন জানান,ভেঙে ফেলা সিঁড়ি নির্মাণ করার জন্য ব্যবস্থা পনা কমিটির সভাপতি উদ্যোগ নিচ্ছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধানও শুরু হয়েছে।