||উপজেলা প্রতিবেদক, শিবগঞ্জ (বগুড়া)||
বগুড়ার শিবগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার উপজেলার কিচক ইউনিয়নে প্রতিবেশী চাচার কাছে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত সাভার উদ্দিনকে আটক করেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বঙ্গকথনকে জানান, আটক সাভার উদ্দিন (৪৫) ওই কিশোরীর বাবার সমবয়সী। তারা একসাথে এলাকায় দিনমজুরের কাজ করেন। পাশাপাশি বাড়ি হবার সুবাদে সাভার উদ্দিন প্রায়ই ওই বাড়িতে যেতেন।
শুক্রবার দুপুরে বাড়িতে প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে শাবারুদ্দিন ধর্ষণ করেন। নির্যাতনের শিকার কিশোরীর স্বজনরা বাড়ি ফেরার পর বিষয়টি টের পান। পরে তারা থানায় অভিযোগ করলে সন্ধ্যায় কিচক এলাকা থেকে সাভার উদ্দিনকে আটক করা হয়। ভূক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
উপজেলা//এমএইচ