সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন:
অক্ষয় ভক্তরা অধীর আগ্রহে সিনেমার জন্য বসে আছেন, তাদের জন্য বেশ ভাল সংবাদ। শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বহুল আলোচিত লক্ষী বম্ব সিনেমার ট্রেইলার।এবছরের মে মাসে থিয়েটারে রিলিজ দেওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারনে তা আর সম্ভব হয় নি। অবশেষে এবছরের নভেম্বরের ৯ তারিখে ডিজনি+হটস্টারে সিনেমাটি মুক্তি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
২০১১ সালের তামিল সিনেমা কাঞ্চানার রিমেক হিসেবে গত বছর জানুয়ারীর মাঝামাঝিতে লক্ষী বম্ব সিনেমার ঘোষণা দেওয়া হয়।এবছর মার্চে সিনেমার যাবতীয় কাজ শেষ হয়ে যায়।
সালমান খানের সিনেমা রাধের সাথে প্রতিযোগিতায় টিকে শেষ পর্যন্ত বক্স অফিসে কেমন সফলতা পায় তা-ই এখন দেখার বিষয়।