উপজেলা প্রতিবেদক, কাহালু (বগুড়া)
রাত থেকে নিখোঁজের পর বগুড়ার কাহালুতে বাড়ির পাশ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ডুমুরগ্রাম এলাকা থেকে আরমান হাসান নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সে ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হতে পারে নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বঙ্গকথনকে জানান, ডুমুরগ্রামের আইজুল ইসলামের ছেল আরমান হাসান (১৯) গাইবান্ধা কৃষি কলেজে শিক্ষার্থী ছিলেন। করোনার কারণে বেশ কিছুদিন ধরে গ্রামেই থাকতেন। রোববার রাত সাড়ে ৮টার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা। রাতভর আশপাশের এলাকা খুঁজেও তাকে পাওয়া যায় নি। সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে আরমানের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু নিশ্চিত হওয়া যায় নি। তবে স্থানীয়দের বরাতে ধারণা করা হচ্ছে, এলাকায় কোনো বিরোধের জেরে আরমানকে হত্যা করা হয়ে থাকতে পারে।