||জেলা প্রতিবেদক, রাজশাহী||
রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা সম্পন্ন হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সভপতিত্বে এই সভা শুরু হয়। সভা সঞ্চালানা করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।
সভায় চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, এই করোনাকালীন সময়ে সীমিত পরিসরে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করবে রাজশাহী জেলা পরিষদ। মহান বিজয় দিবসে লক্ষ্মীপুরমোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে সকাল ৯টায় পুস্পস্তবক অর্পন শেষে জেলা পরিষদ কার্যলয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান বলেন, জেলা পরিষদের নিজেস্ব সম্পতি গুলির সঠিক ব্যবহারের মাধ্যেমে জেলা পরিষদের আয় বৃদ্ধি করতে হবে। ইতোমধ্যে উপজেলার ভূমি কমিশনারদের সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সফিকুল ইসলাম, আবুল ফজল প্রামাণিক, আবু জাফর প্রামাণিক, আসাদুজ্জামন মাসুদ, আজিবর রহমান, কৃষ্ণা দেবী, শিউলী রানী সাহা, রাবিয়া খাতুন, নারগিস বিবি, জয় জয়ন্তী সরকার মালতী, আব্দুস সালাম, মোফাজ্জল হোসেন, নূর মোহাম্মদ তুফান এবং জেলা পরিষদ প্রধান হিসাররক্ষক আব্দুল মান্নান।
জেলা//এমএইচ//