||জেলা প্রতিবেদক, রাজশাহী||
রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৫। রোববার রাতে তাদের আটক করা হয়। আটক হেরোইনের বাজার মূল্য ৪ কোটি ১৮ লাখ টাকা।

র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার কোর্ট স্টেশন এলাকায় অপারেশন পরিচালনা করে। এসময় ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম (৫০) এবং ওমর শরীফ রনিকে আটক করা হয়। পরে মাদক মামলায় তাদের কাশিয়াডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জেলা//এমএইচ//