||জেলা প্রতিবেদক, রাজশাহী||
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের ৪৮ তম বার্ষিক সাধারণ সভা-এজিএম শেষ হয়েছে। রোববার সকালে রাজশাহী জেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বার্ষিক সভার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক।
অনুষ্ঠানে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, জেলা ইউনিটের কার্য্যনির্বাহী সদস্য লিয়াকত আলী, অধ্যক্ষ মাহমুদ হোসেন, মীর তৈাফিক আলী ভাদু, জিয়াউদ্দিন আহম্মেদ জিয়া, আক্তারুজ্জামান ও শামাউন ইসলাম বক্তব্য দেন।
এসময় আরো উপস্থিতি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আজীবন সদস্য জয় জয়ন্তী সরকার, কৃষ্ণা দেবী, উপাধ্যক্ষ কামরুজ্জামান, ইউনিট অফিসার বাকি বিল্লাহ ও যুব প্রধান সাদিয়া সাবা অর্চিসহ দুই শতাধিক ইয়ুথ ও সেচ্ছাসেবক সদস্যবৃন্দ।
পরে আর্ন্তজাতিক সেচ্ছাসেবক দিবস উপলক্ষে কোভিড নাইনটিন ইস্যুতে কর্মরত ১৭ জন যুব ও সেচ্ছাসেবকদের মাঝে সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।
জেলা//এমএইচ//