||বঙ্গকথন প্রতিবেদন||
মাস্ক না পরায় বগুড়ায় ২৪ জনকে অর্থদণ্ড এবং ২ জনকে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার শহরের জিরোপয়েন্ট সাতমাথা বীরশ্রেষ্ঠ এলাকায় এই আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা এবং পাপিয়া সুলতানা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, মাস্ক না পরার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ এর ২৫/১(খ) ও ২৫(২) অনুযায়ী ২৪ জনকে অর্থদণ্ড দেয়া হয় ভ্রাম্যমাণ আদালতে। পাশাপাশি দুই জনকে একই অপরাধে একদিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এমএইচ//