জেলা প্রতিবেদক, নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলা সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস। সোমবার তিনি উপজেলার ঠাকুরমান্দা এলাকায় ঐতিহাসিক রঘুনাথ জিউ মন্দির পরিদর্শন করেন। পরে তিনি ঘুরে দেখেন উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদও।
দুপুরে রঘুনাথ জিউ মন্দিরে এলে রীভা গাঙ্গুলী দাসকে লালগালিচা সম্বর্ধনা দেয় মন্দির কর্তৃপক্ষ। পরে তিনি সেখানে তীর্থযাত্রীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার উদ্বোধন করেন। ভারত সরকারের আর্থিক সহায়তায় সম্প্রতি এটির নির্মাণ কাজ শেষ হয় মন্দির এলাকায়।
সেখান থেকে বেরিয়ে রীভা মান্দার ঐতিহাসিক কুসুম্বা শাহী জামে মসজিদ ঘুরে দেখেন। মান্দা সফরে তার সঙ্গে ছিলেন ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মোহন্তসহ প্রশাসনিক কর্মকর্তারা।