মঙ্গলবার থেকে উপ-নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু জাপার

0 478

রাজ-কথন প্রতিবেদন

মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে পাবনা-০৪, ঢাকা-০৫ এবং নওগাঁ-০৬ আসনের উপ-নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি (জাপা)।  

সোমবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (২৫ আগস্ট) জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ২৯ আগস্ট পর্যন্ত প্রার্থীদের পূরণকৃত মনোনয়ন ফরম বনানী কার্যালয়ে গ্রহণ করা হবে।

পাবনা-০৪ আসনের প্রার্থীদের ৩১ আগস্ট বেলা ১১টায় বনানী কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। দলীয় প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ও লোকসমাগম না করে মনোনয়ন ফরম গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে ঢাকা-০৫ ও নওগাঁ-০৬ আসনের উপ-নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যেও মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ঢাকা-০৫ ও নওগাঁ-০৬ আসনের তফসিল ঘোষণা হলেই এ আসনে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানিয়ে দেওয়া হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More