||বাণিজ্য-অর্থনীতি প্রতিবেদক||
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। প্রতি ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। বুধবার সকাল থেকে এই দর কার্যকর হয়েছে।

বাজুস জানায়, ভোক্তার কথা বিবেচনায় নিয়ে দাম কমানো হয়েছে। তবে রুপার দামে কোন পরিবর্তন আনা হয়নি। বুধবার সকাল থেকে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৭৩ হাজার ৮৩৩ টাকায়। ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৬৮৪ টাকা ও ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ৯৩৬ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ৬১৩ টাকা। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১হাজার ৫১৬ টাকা।
এমএইচ//