||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
হোয়াকিন ফিনিক্স তাঁর “গ্ল্যাডিয়েটার”সিনেমার ডিরেক্টর রিডলি স্কট এর সাথে পুনরায় জুটি বাঁধতে যাচ্ছেন, নেপোলিয়ন বোনাপার্টের জীবন নিয়ে তৈরি সিনেমা “কিটব্যাগ” নিয়ে। ফিনিক্স ফরাসী বিপ্লবী কমান্ডার থেকে ফরাসী সম্রাট হতে চলা নেপোলিয়ন বোনাপার্টের ভূমিকায় অভিনয় করবেন।
“কিটবাগ” সিনেমায় নেপোলিয়নের সম্রাটের আসনে বসার মসৃণ এবং দ্রুতগতির পথ দেখানো হবে। এতে তাঁর স্ত্রী এবং জীবনের একমাত্র ভালোবাসা জোসেফিনের সাথে সম্পর্কের পরতগুলো দেখা যাবে। সিনেমাটির উদ্দেশ্য হ’ল নেপোলিয়নের বিখ্যাত যুদ্ধ, নিরলস উচ্চাকাঙ্ক্ষা, একটি অসাধারণ সামরিক নেতা এবং যুদ্ধদর্শী হিসাবে চমকপ্রদ কৌশলগত দিকগুলো তুলে ধরা।”
স্কট এবং ফিনিক্সের নেপোলিয়ন মুভি যেখানে স্ট্যানলি কুব্রিকের অখ্যাত নেপোলিয়নের প্রোডাকশন ব্যর্থ হয়েছে সেখানে সফল হওয়ার দিকে নজর দিচ্ছে।
উল্লেখ্য, “প্রত্যেক সৈনিকের কিটব্যাগে একজন জেনারেলের কর্মী লুকানো থাকে”-সিনেমার শিরোনাম এই কথাটি থেকে এসেছে।