||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
বিশ্বকে নেতৃত্ব দিতে আবারও প্রস্তুত যুক্তরাষ্ট্র। উইলমিংটনে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেন এ কথা।
তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বিচ্ছিন্ন করে ফেলেছে যুক্তরাষ্ট্রকে। প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরীয় এলাকায় আবারও ঐতিহাসিক ভূমিকায় দেখা যাবে দেশকে এমন আশাবাদ তার। করোনাভাইরাস ও জলবায়ুর মতো সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বের কথা বলেন তিনি। নতুন প্রশাসন নিয়েও কথা বলেন তিনি। জানান, পরিবর্তিত পরিস্থিতির কারণে ওবামা শাসনামলের চেয়ে ভিন্ন হবে তার প্রশাসন।
জো বাইডেন বলেন, আমরা তৃতীয় কোনো ওবামা প্রশাসন গড়তে যাচ্ছি না। কারণ, তখনকার তুলনায় একেবারেই বদলে গেছে পরিস্থিতি। এবার থেকে নিয়মিত গোয়েন্দা তথ্য পেতে যাচ্ছি। সে অনুযায়ী ব্যবস্থা নেবো।
এমএইচ//