||উপজেলা প্রতিবেদক, ধুনট (বগুড়া)||
স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা’র উদ্যোগে বগুড়ার ধুনট উপজেলায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বর্ষব্যাপী বৃক্ষরোপ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত সংগঠনটি ১৮হাজার ২৬৩টি বৃক্ষ রোপণ করবে পুরো উপজেলায়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য হাবিবর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুল আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন তরফদার, আওয়ামী লীগ নেতা সিরাজুল হক লিটন, স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টার সদস্য আমিনুল ইসলাম শ্রাবণ, আশিক আহম্মেদ, প্লাবন আমিন, রাসেল মাহমুদ, তারিকুল ইসলাম, রিমন হোসেন, জাহিদুল ইসলাম, ফজলে রাব্বী মানু, বাবুল ইসলাম, আবু সফিয়ান, শিশির মন্ডল, সাগর মাহমুদ, শাহরিয়ার সুমন, আসমা নুসরাত লাবনী, সঞ্জয় কুমার ও নিত্যানন্দশীল।
আরএ-উপজেলা//এমএইচ//