উপজেলা প্রতিবেদক, শাজাহানপুর (বগুড়া)
বগুড়ার শাজাহানপুর ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী নশিপুরের বালুপাড়া এলাকায় একটি অবৈধ বালুমহাল উচ্ছেদ করেছে গাবতলী উপজেলা প্রশাসন। রোববার ওই বালুমহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলন করা বালু নিলামে বিক্রি করে দেয় প্রশাসন।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান জানান, অবৈধ বালু উত্তোলনের খবরে রোববার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উত্তোলিত বালু তাৎক্ষণিকভাবে সরকারি মূল্যে ১ লাখ ৯২ হাজার টাকায় বিক্রি করা হয়। জব্দ করা হয় বালু উত্তোলনের কাজে ব্যবহার করা শ্যালো মেশিনসহ অন্যান্য সরঞ্জাম। পরবর্তীতে এসব সরঞ্জামও নিলামে বিক্রি করার কথা জানান এই কর্মকর্তা।
স্থানীয় বাসিন্দারা জানান, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজমল হুদা শহীদ দীর্ঘদিন ধরে জালশুকার খাউড়া খালের পূর্ব দিকের বালুপাড়ার এই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এতে কোটি টাকা ব্যয়ে সংস্কার করা বনানী-বাগবাড়ী সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি হুমকির মুখে পড়ে আশপাশের কয়েকটি সেতু।