বন্যাদুর্গতদের খাদ্য সহায়তা দিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহন

0 523

উপজেলা প্রতিবেদক, সারিয়াকান্দি (বগুড়া)

বগুড়ার সারিয়াকান্দিতে বাঁধে আশ্রিত বন্যা কবলিত ১শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন। শনিবার উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহদহ এলাকায় মানবিক সহায়তা সংগঠন ‘সেবা’র উদ্যোগে এই খাদ্য সহায়তা দেয়া হয়।

এসময় মঞ্জুরুল আলম মোহন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনাকালের শুরু থেকে সব ধরণের সংকট সফলভাবে মোকাবেলা করছে। করোনা কিংবা প্রাকৃতিক দুর্যোগে সরকারের কাজে সহায়তা করা প্রত্যেক নাগরিকের মানবিক দায়িত্ব। যার যে রকম সামর্থ্য আছে, তা নিয়ে যদি আমরা মানুষের পাশে দাঁড়াই, তাহলে সব দুর্যোগ-দুঃসময় আমরা সহজেই মোকাবেলা করতে পারবো।

বন্যাদুর্গত পরিবারগুলোকে দেয়া খাদ্য সহায়তার মধ্যে ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আটা, লবণ, ভোজ্যতেল এবং মশুরডাল। সহায়তা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘সেবা’র উপদেষ্টা মাসুদার রহমান মাসুদ, কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, আওয়ামী  লীগ নেতা মাহমুদুন্নবী হিরো, যুবলীগ নেতা আনন্দ কুমার দাস, ছাত্রলীগ নেতা মাহফুজার রহমানসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More