জেলা প্রতিবেদক, রাজশাহী
খুলনা-রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি মঙ্গলবারের পরিবর্তে রোববার নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আবদুল আওয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর মঙ্গলবার কপোতাক্ষ এক্সপ্রেস চলবে এবং কপোতাক্ষ এক্সপ্রেসের মঙ্গলবারের পরিবর্তে রবিবার থেকে সাপ্তাহিক ছুটি কার্যকর হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
…/এমএইচ