||বঙ্গকথন প্রতিবেদন ||
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ। সোমবার দুপুরে পৌর শাখা আওয়ামী লীগ এই কর্মসূচি পালন করে।
দুপুরে শহরের টেম্পল রোড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিসহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা। বক্তারা বলেন, বেশ কিছু মৌলবাদী সংগঠনের উস্কানিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করা হয়েছে। তাই শুধু ভাঙচুরের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনলে হবে না, ভাস্কর্যবিরোধী উস্কানির মদদদাতাদেরও গ্রেফতার করতে হবে। সমাবেশ শেষে বের করা হয় বিক্ষোভ মিছিল। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি দলীয় কার্যালয়ের সমানে গিয়েই শেষ হয়।
এমএইচ//