||বঙ্গকথন প্রতিবেদন||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারিরা প্রতিবাদ সমাবেশ করেছেন বগুড়ায়। শনিবার জেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে সমাবেশে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এবং পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তারা বক্তব্য দেন। তারা বলেন, জাতির পিতার ভাস্কর্য ভাঙার চ্যালেঞ্জ ছুড়ে দেয়া অপশক্তির বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। এই অপশক্তি দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন পাঁয়তারা চালাচ্ছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার সম্মান রক্ষায় জাতি হিসেবে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সজাগ থাকতে হবে।
এমএইচ//