বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব

0 418

||বঙ্গকথন প্রতিবেদন||

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব-১২’র একটি দল বগুড়া শহরের মাটিডালি বিমানমোড় এলাকা থেকে ১০ কেজি গাঁজাসমেত এক মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার রাতে ছায়েদ আলী নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার স্বজল কুমার সরকার জানান, রাত ৮টার দিকে র‍্যাব সদস্যরা বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান চালান। এসময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে (ঢাকা-মেট্রো-গ-১৪-৫৮৮৬) ১০ কেজি গাজাসহ লালমনিরহাটের মাদক কারবারি ছায়েদ আলীকে আটক করা হয়। ছায়েদ আলী উত্তরাঞ্চল থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকের বড় বড় চালান দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিলেন। আটক মাদক ও গাড়িসহ এই মাদক কারবারীকে রাতেই সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

এমএইচ//

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More