বঙ্গকথন প্রতিবেদন
বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বৃহস্পতিবার ৩১ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন। বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাসিম রেজা এই তথ্য জানান।
নাসিম জানান, বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী, রোমানা রিয়াজ, তাসনিমুজ্জামান, পাপিয়া সুলতানা এবং তিনি নিজে ভ্রাম্যমাণ আদালতে ১২টি মামলা পরিচালনা করেন। এসময় মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ১০ ও ৩৬ ধারা অনুযায়ী ২ জনকে মাদক সেবনের দায়ে ৬ মাসের জেল ও ১৬০০ টাকা অর্থদণ্ড, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন- ১৯৫৬ অনুযায়ী লাইসেন্স বিহীন (সিমেন্ট,রডের) ব্যবসা পরিচালনার অপরাধে শাজাহানপুরের ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান কে ১১ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী মেয়াদোত্তীর্ন ওষুধ বিক্রি করার দায়ে দুটি ফার্মেসিকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রটগণ।
…/এমএইচ