||বঙ্গকথন প্রতিবেদন||
করোনা আক্রান্ত রোগীদের জন্য বগুড়ায় বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে ‘জয় বাংলা অক্সিজেন সেবা’ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার রাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবা কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ‘জয় বাংলা অক্সিজেন সেবা’র বগুড়া জেলার প্রধান সমন্বয়ক গোলাম গাউছ লিমন, সহকারী সমন্বয়ক পারভেজ হোসেন, রাকিবুল ইসলাম রুবেল, আসিফ হাসনাত, রাকিবুল ইসলাম রাকিব, আশিকুর সজিব, রাশেদ, শাওন ও শাহাদত। উদ্যোক্তারা জানান, বিনামূল্যে ‘জয় বাংলা অক্সিজেন সেবা’ পেতে ০১৭৫১১৫১১৭৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
এমএইচ//