উপজেলা প্রতিবেদক, সোনাতলা (বগুড়া)
বগুড়ার সোনাতলা উপজেলায় ব্রজপাতে সুমন কুমার (১৫) নামের এক মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। সোমবার উপজেলার দিগদাইড় ইউনিয়নের বুড়ারদহ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সুমন চলতি বছরের এসএসসি পরীক্ষায় উপজেলার মহিচরন উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।
স্থানীয়রা জানান, কাতলাহার গ্রামের সুভাষ কুমারের ছেলে সুমন কুমার বুড়ারদহ ব্রিজের নিচে বৃষ্টির মধ্যে মাছ ধরছিলো। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তৈয়ব শামীম বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।