||খেলার মাঠ প্রতিবেদক||
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়ায় শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ। বুধবার শহীদ চান্দু স্টেডিয়ামে এই ক্রিকেট লীগের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী ম্যাচে দূর্বার স্মৃতি সংঘ ৫৫ রানে বগুড়া টাউন ক্লাবকে পরাজিত করেছে।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নূরুল আলম টুটুল ও আলহাজ্ব শেখ, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, কোষাধ্যক্ষ শামীম কামাল শামীম, কার্যনির্বাহী সদস্য আল রাজী জুয়েল, শফিকুল ইসলাম বাবু, গোলাম রব্বানী, সহিদুল ইসলাম স্বপন, জাকিয়া সুলতানা আলেয়া, ক্লাব কর্মকর্তা আবু জাফর মাহমুদুন্নবী রাসেল ও মোক্তাদেরুল ইসলাম মিম পোদ্দার।
উদ্বোধনী ম্যাচে দূর্বার স্মৃতি সংঘ বগুড়া টাউন ক্লাবকে পরাজিত করেছে। টসে হেরে দূর্বার সংঘ প্রথমে ব্যাট করে ২৫ ওভারে ৬ উইকেটে ২১০ রান করে। দলের পক্ষে সাগর ৭৭, কবির ৪৮ এবং সাবিত ৪৩রান করেন। টাউন ক্লাবের বেলাল ও আইউব দুটি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে টাউন ক্লাব ২৫ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করে। দলের পক্ষে আলো৩৮, কবির৩০ এবং নূর আলম ২৩ রান করেন। দূর্বার সংঘের আবিদ ৪টি ও মামুন দুটি উইকেট লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন দূর্বার সংঘের সাগর।
এমএইচ//