||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়ায় ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ১০৫টি নমুনার ফলাফলে নতুন করে ২০জন করোনায় শনাক্ত হয়েছেন এ জেলায়। আক্রান্তের হার ১৯ দশমিক ০৪ শতাংশ। ২৪ ঘণ্টায় জেলায় প্রাণ হারিয়েছেন এক নারীসহ দুইজন।
ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ২২ নভেম্বর জেলায় দুটি পিসিআর ল্যাবে মোট ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনায় ১৬ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের ল্যাবে ১১টি নমুনার মধ্যে ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮ হাজার ৬১৭জন এবং করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৭ হাজার ৮৮৬ জন।
১ এপ্রিল বগুড়ায় প্রথম করোনা শনাক্তের পর এ পর্যন্ত এই রোগে প্রাণ হারিয়েছেন ২০২ জন। সর্বশেষ গেলো ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে মারা গেছেন কাহালু উপজেলার তিনদিঘী এলাকার আলতাব হোসেন (৯০) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা বিউটি (৪৮)।
এমএইচ//