||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ লালমনিরহাটের দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। বৃহস্পতিবার রাতে র্যাব-১২’র বগুড়া ক্যাম্পের একটি দল তাদেরকে আটক করে।

র্যাব-১২’র বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার স্বজল কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে র্যাব সদস্যরা মাটিডালি বিমান মোড় এলাকার মাহাথির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অবস্থান নিয়ে অভিযান চালাচ্ছিলেন। এসময় সেখানে লালমনিরহাটের বাসিন্দা মাদক কারবারি মহির উদ্দিন ও মানিক হোসেনের কাছ থেকে ২৯৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তারা দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিলের চালান দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতো বলেও জানান এই র্যাব কমকর্তা।
এমএইচ//