নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল কিশোরের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক টেলিকম ব্যবসায়ী। মঙ্গলবার বিকেলে শহরের রহমান নগর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত টেলিকম ব্যবসায়ী রশিদুল ইসলাম ওই এলাকার লাল মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, ধুমপানের কথা প্রতিবেশীদের জানানোর কারণে বিকেলে রহমান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকজন কিশোর শান্ত নামের দশ বছর বয়সী এক শিশুকে মারপিট করছিলো। খবর পেয়ে তার বাবা বশির উদ্দিন সেখানে গিয়ে ছেলেকে রক্ষার চেষ্টা করলে তার ওই কিশোররা তার ওপরও চড়াও হয় । এ সময় শান্তর মামা রশিদুল ইসলাম সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কিশোরদের দুজন রশিদুল ও তার ভগ্নিপতি বশিরকে ছুরিকাঘাত করে পালিয়ে। গুরুতর আহত অবস্থায় রশিদুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিশোরদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।