||বঙ্গকথন প্রতিবেদন||
রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে বগুড়া জেলায়় ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউল হক এই সম্মাননা তুলে দেন।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে উপ-পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় তাদের প্রত্যেককে সনদপত্র ও স্মারক দিয়ে সম্মাননা প্রদান করা হয়। ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ কর্মসূচিতে উপজেলা পর্যায়েও ৫ জন করে নারীকে অনন্য সাফল্যের জন্য ‘জয়িতা সম্মানা’ দেয়া হয়।
জেলা পর্যায়ে সম্মাননাপ্রাপ্তরা হলেন বগুড়া সদর উপজেলার বাসিন্দা সাবিয়া সাবরিনা পিংকী সরকার ও সুরাইয়া সাইদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ধুনট উপজেলার স্কুল শিক্ষক ফৌজিয়া হক বীথি ও নূর বানু এবং নন্দীগ্রাম উপজেলার বুলবুলি রানী বর্মণ।
এমএইচ//