||বঙ্গকথন প্রতিবেদন||
ঘোষিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর বগুড়ায় আনুষ্ঠানিকভাবে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করলো খাদ্য বিভাগ। রোববার সকালে সদর এলএসডি গোডাউনে ফিতা কেটে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম। উদ্বোধনী আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানসহ সংযুক্ত দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্য মন্ত্রণালয় গেলো ২৮ অক্টোবর আমন মৌসুমে ২৬ টাকা কেজি দরে ধান এবং ৩৭ টাকা কেজি দরে চাল কেনার ঘোষণা দেয়। সারাদেশে ৭ নভেম্বর থেকে ধান এবং ১৫ নভেম্বর থেকে চাল সংগ্রহ শুরুর পর আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংগ্রহ চলার কথাও জানায় মন্ত্রণালয়।
জেলা খাদ্য কর্মকর্তা জানান, বগুড়ায় এবার ৫০ হাজার ২শ’ ৩২ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৭ টাকা কেজি দরে ৪৮ হাজার ২শ’ ৪১ মেট্রিক টন সেদ্ধ ও ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯শ’ ৯১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। এছাড়া ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছে থেকে ১১ হাজার ৭শ’ ৯২ মেট্রিক টন ধানও সংগ্রহ করা হবে।
এমএইচ//